অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩৮ পিএম

বগুড়ায় ওটিপি দিতেই একাউন্ট থেকে ২৭ লাখ টাকা উধাও; গ্রেপ্তার প্রতারক

Oplus_16908320
Oplus_16908320

বগুড়ায় প্রযুক্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৭ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারণা চক্রের মূলহোতা রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

এর আগের দিন, শনিবার (১১ অক্টোবর) রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজু মুন্সি (২৩) ওই এলাকার জলিল মুন্সির ছেলে।

পুলিশ জানায়, প্রতারণার শিকার রফিকুল ইসলাম (৬৭) গত ২৯ জুলাই বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে তিনি জানান, ২৭ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে তার জামাই আব্দুল হকের মোবাইলে একটি ফোন আসে। ফোনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি কথা বলেন এবং রফিকুল ইসলামের নাতির নাম ও ঠিকানা উল্লেখ করে মেধাবৃত্তির টাকা দেওয়ার কথা বলেন। এ সময় তিনি প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখার হিসাব নম্বর সংগ্রহ করেন।

কিছুক্ষণের মধ্যেই প্রতারক চক্র ভুয়া পিন নম্বর পাঠিয়ে তা সংগ্রহ করে নেয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে ‘সেবা ইনটেক’ নামে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করে।

ঘটনার তদন্তে নেমে ডিবির একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজুর অবস্থান শনাক্ত করে। পরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত একটি সিম কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রাজুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print