অক্টোবর ১৫, ২০২৫ ১২:৩১ পিএম

বগুড়ায় করোনা-ডেঙ্গু প্রাণ নিলো অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারী এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা রোকসানা আক্তার (২৭) ও সদরের জলেশ্বরীতলার বাসিন্দা মাসুদ রানা (২৭)।

এসব তথ্য নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ।

উপপরিচালক আরও বলেন, ‘অন্তঃসত্ত্বা রোকসানা ও মাসুদ চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা যান। এর মধ্যল রোকসানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। আর মাসুদ রানা মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।’

এনসিএন/এসকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print