সেপ্টেম্বর ১২, ২০২৪ ৭:১৭ এএম

বগুড়ায় কোটা সংস্কারবাদীদের তান্ডবের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার দিনভর কোটা সংস্কারবাদীদের তান্ডবের ঘটনায় পুলিশ ১৯ জনকে আসামী করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহিনুজ্জামান জানান ককটেল বিষ্ফোরণ, শহরের সাতমাথায় মুজিব মঞ্চ ভাংচুর, পুলিশের উপর হামলা, আওয়ামী লীগ অফিস, ছাত্র ইউনিয়ন অফিস, জাসদ অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ করে কোটা সংস্কারকাবাদীরা। এ সময় তারা কয়েকজন সাংবাদিককে আহত ও তাদের মোটর সাইকেল ভাংচুর অগ্নি সংযোগ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রদলকর্মী সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল।

বুধবার জেলা শহরে কোন বিক্ষোভে নামতে পারেনি। তবে জেলার শেরপুর উপজেলায় আন্দোলনরত শিক্ষার্র্থীদের সাথে পুলিশে সংঘর্ষ হয়েছে। এ সময় শেরপুর থানার ওসি, ছাত্র ও সাধারণ মানুষসহ ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুরটায় উপজেলার ধুনটমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পুলিশ পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্ট করে দেয়। এ সময় ইটপাটকেলের ঘটনায় ২৫ জন আহতের ঘটনা ঘটে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print