ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় খেলার সময় ড্রেনের পাইপে পড়ে শিশু ফাইম নিখোঁজ

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে তিন বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া শিশুটি চাঁচাইতারা মধ্যপাড়া এলাকার সোহেল রানার ছেলে ফাইম বাবু (৩)।

স্থানীয়রা জানান, অঝোর বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফাঁকা জায়গায় ফাইম একটি প্রতিবেশী শিশুর সঙ্গে পানি খেলছিল। এক পর্যায়ে পা পিছলে একটি ড্রেনের পাইপে পড়ে যায় সে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরবর্তীতে ফাইমের সঙ্গী শিশু বিষয়টি তার পরিবারকে জানালে স্থানীয় লোকজন ড্রেন এবং আশপাশের ডোবা এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print