গেল শনিবার বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের আকলাজিয়া গ্রামের শাহানা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
গৃহবধুর পরিবারের সদস্যদের দাবি, তাদের মেয়েকে হত্যা করে মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানো চেষ্টা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় আনুমানিক সাড়ে সাত টার দিকে জানা যায় শাহানা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু পরিবারের লোকজন কেউ বাড়িতে না থাকায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে জেলার শিবগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর শজিমেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এলাকাবাসী আরও বলেন, গৃহবধূর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত পলাতক।
নিহত শাহানা একই ইউনিয়নের রায়মাঝিরা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। নিহত শাহানা বেগম এর সঙ্গে আকলাজিয়া গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র এরশাদুল ইসলামের সঙ্গে গত চার মাস যাবত বিয়ে হয়।
নিহতের বড় ভাই সোহাগের জানান, মাঝে-মধ্যে তাদের কাছ থেকে যৌতুক দাবি করতো, তাদের দাবি যৌতুকের টাকার কারনেই তার বোনকে হত্যা করা হয়। হত্যার পর তার মুখে কীটনাশক (বিষ) ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক সাজান।
স্বামীসহ পরিবারের লোকজন পালাতক থাকায় নিহত শাহানার ভাই সদর থানায় হত্যার অভিযোগ করেন।
এ বিষয়ে সদর থানার এসআই আব্দুল মালেক বলেন, লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এনসিএন/বিআর
