ডিসেম্বর ১, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে থাকছেন ক্রিকেটার তামিম ইকবাল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। জাতীয় লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আজ এক সম্মেলনে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তারকা ক্রিকেটার তামিম ইকবালও।

২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যু তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলায়।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যসচিব দেবব্রত পাল জানান, বিসিবির চলমান টুর্নামেন্টগুলোর সঙ্গেই সমন্বয় করে এই টুর্নামেন্টের সূচি নির্ধারণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print