অক্টোবর ১, ২০২৫ ১২:৪০ এএম

ভয়েস অব জুলাই : 

বগুড়ায় জুলাই যোদ্ধা সংবর্ধনা ও শহীদ পরিবারে সম্মাননা 

Oplus_16908288
Oplus_16908288

জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া বগুড়ার আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারে সম্মাননা স্মারক পৌঁছে দিয়েছে ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত সংগঠন ভয়েস অব জুলাই।

শনিবার দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাই গণঅভ্যুথান প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভ্যুত্থানের দিনগুলি শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ভয়েস অব জুলাই বগুড়ার দিনভর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য রালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নাজমুল হাসান নেহাল ও যুগ্ম আহ্বায়ক ওহাব রিয়াজ। বক্তারা জুলাই অভ্যুত্থানের দিনগুলির স্মৃতিচারণ করেন।

উপস্থিত ছিলেন শহীদ মুনিরুল ইসলামের বাবা শামসুল হক, শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমান, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, আরডিএ বগুড়ার যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ, জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি মিজানুর রহমান পলাশ, এনসিপির জেলা সংগঠক শওকত ইমরান, মোস্তাফিজার রহমান, ভয়েস অব জুলাই সংগঠক রেজাউল সরকার রেজা, রাসেল শেখ, সালমির ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ।

আলোচনা শেষে বগুড়ার শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print