সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:০৭ পিএম

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Oplus_16908288
Oplus_16908288

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে রবিবার বিকেল ৪ টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আতিকুর রহমান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুপচাঁচিয়া উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print