ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ণ

বগুড়ায় ত্রিমুখী যানবাহন সংঘর্ষ: গুরুতর আহত রিকশাচালক, ছাত্রদল নেতাদের মানবিক ভূমিকা

Oplus_16908288
Oplus_16908288

সোমবার দুপুর ১টার কিছু পর বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজের সামনে ঘটে এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা। একটি রিকশা, একটি মোটরবাইক এবং একটি বাসের সংঘর্ষে রিকশাচালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) মোঃ জাকিরুল ইসলাম, অন্যান্য ছাত্রদল নেতাকর্মী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তারা আহত রিকশাচালককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুততার সাথে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ব্যস্ত সময়ের মধ্যে তিনটি যানবাহনের অসতর্ক গতিবিধির ফলেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও কলেজের শিক্ষার্থীরা ছাত্রদল নেতাকর্মীদের এই দ্রুত ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print