ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ

বগুড়ায় দশ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ায় জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও আলোচিত ক্যাডার হত্যাসহ একাধিক মামলার আসামি শাকিল মাহমুদ (৪২) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শাকিল বগুড়ার শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের বাসিন্দা ও আব্দুল জলিল কেরানীর ছেলে। পুলিশ জানায়, তিনি দেড় ডজন মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের মোট ১০টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print