ডিসেম্বর ১, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ

বগুড়ায় পরকীয়ার জেরে গৃহবধূ ববি হত্যা: স্বামী রোহান ও তার প্রেমিকা গ্রেপ্তার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ায় গৃহবধূ ববি খাতুনকে হত্যার মামলায় স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে রাজধানীর সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন– বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মো. রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে মোছা. বেলি বেগম (২৪)।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

তিনি জানান, গত ২৫ মে রাতে গৃহবধূ ববি খাতুনকে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের পর স্বামী রোহান পেটে ছুরি মেরে হত্যা করে। ববি বগুড়ার জহুরুলনগরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। পরদিন নিহতের মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই রোহান ও বেলি বেগম পলাতক ছিলেন।

তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া এবং র‌্যাব-৪ সাভার এর যৌথ অভিযানে গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে সাভারের আশুলিয়ার বসুন্ধরা টেক এলাকা থেকে মো. রোহান ও মোছা. বেলি বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print