অক্টোবর ১, ২০২৫ ১২:২১ এএম

বগুড়ায় পুলিশের ওপর হামলা, এসআইয়ের মাথা ফাটাল কুখ্যাত ডাকাত

বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়ে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গুরুতর আহত করেছে কুখ্যাত ডাকাত সিরাজুল ইসলাম ওরফে কালু। গত শুক্রবার বিকেলে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দুদাহার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত এবং ডাকাতি, চুরি, অস্ত্রসহ অন্তত ১৬টি মামলার আসামি কালু ডাকাতের অবস্থান নিশ্চিত হয়ে এসআই মনজয় কুমার কুন্ডুসহ একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই কালু বাড়ির ছাদে উঠে চিৎকার করে বলেন, “ডাকাত এসেছে, যার যা আছে নিয়ে বাইরে বের হও।”

এরপর বাড়ির নারী-পুরুষ লাঠিসোটা হাতে একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং এসআই মনজয় কুমারকে মারধর করে। এ সময় ছাদ থেকে ছোড়া ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। আহত এসআইকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার মাথায় সাতটি সেলাই দিতে হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহিন জানান, কালু ডাকাতের বিরুদ্ধে রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে ১টি মামলা দায়ের হয়েছে। এছাড়াও এঘটনায় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print