অক্টোবর ১, ২০২৫ ১২:৪৬ এএম

বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার বগুড়া জেলার সদর, ধুনট, শাজাহানপুর ও কাহালু উপজেলায় আমরা বিএনপি পরিবারের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ প্রতিবন্ধী, ক্যান্সার ও কিউনী রোগে আক্রান্ত ৬ জনের চিকিৎসার খোঁজখবর নেন ও পরিবারের সাথে সাক্ষাৎ করে অর্থিক সহায়তা প্রদান করেন।

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির বাহিরে তিনি অসহায় মানুষের পাশে রয়েছেন সবসময়। আমরা বিএনপি পরিবার নামে সংগঠন এর মাধ্যমে সারাদেশেই দরিদ্র অসহায়, অসুস্থ মানুষের কল্যানে উদ্যোগ নিয়েছেন। তারেক রহমানের নির্দেশনায় সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে আজ জেলার বিভিন্ন উপজেলায় সহায়তা দেয়া হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে। তিনি জিয়া পরিবারের কল্যান কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন।

এসময় ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, বিএনপি নেতা আনোয়ার হোসেন জুয়েল, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, এড. কামাল হোসেনহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print