অক্টোবর ১, ২০২৫ ১২:৪৬ এএম

বগুড়ায় প্রাইভেট কারে মিলল গাঁজা; ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রোববার (১ জুন) রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, লালমনিরহাট জেলার সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান আলীর ছেলে মিলন বাবু (২৩), মুনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) ও সুরুজ আলীর ছেলে সুজন বাদশা।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাব-১২

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রহবল এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করলে ৬১ কেজি গাঁজা উদ্ধার ও ৩ মাদক কারবারিকে আটক করে র‍্যাব-১২ সদস্যরা।

এসময় তাদের মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

তিনি আরো জানান, মাদক কারবারির সাথে জড়িত এই ব্যক্তিদের আটকের পর শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print