আসন্ন বড়দিন ও খ্রিষ্টীয় বর্ষবরণ অনুষ্ঠান উদযাপান উপলক্ষে শনিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১২ টায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ।
সভায় বড়দিন ও খ্রিষ্টীয় আসন্ন বড়দিন ও খ্রিষ্ঠীয় বর্ষবরণ উদযাপনে জনগনের নিরাপত্তা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নিয়ে করনীয় সম্মন্ধে আলোচনা করা হয়। এই উৎসবকে ঘিরে কোন রকম অপ্রীতকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলীবেগ, খ্রিস্টান ধর্মমালম্বীয়দের প্রতিনিধি, আইন শৃংখলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, সকল উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, সকল উপজেলা চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানসমূহে যাতে সম্প্রীতিপূর্ন পরিবেশে জনগন নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে লক্ষে জেলা প্রশসান সংশ্লিষ্টদের নিয়ে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে কাজ করছে বলে জানানো হয়।