ডিসেম্বর ১, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

বগুড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নিহত মোহাম্মদ রানা। ছবিঃ এনসিএন
নিহত মোহাম্মদ রানা। ছবিঃ এনসিএন

বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ রানা (২৮) আদমদীঘি সদর ইউনিয়নের কদমা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

গত রবিবার (২২মে) দুপুরে আদমদীঘি সদর ইউনিয়নের কদমা গ্রামের পারিবারিক পুকুর থেকে থেকে শ্যাওলা উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারাপিটের ঘটনা ঘটে। একপর্যায়ে বড় ভাই কোরবান হোসেনের লাঠির আঘাতে ছোট ভাই মোহাম্মদ রানা গুরুতর আহত হন। আহত মোহাম্মদ রানা স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী ক্লিনিকে নেয়। এরপর সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২ টায় মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print