বগুড়ায় বর্ণিল আয়োজনে পালিত হলো দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী। নবপর্যায়ে যাত্রার তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনাসভা, কেক কাটা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বগুড়ার উন্নয়নে সকল সাংবাদিককে এক সঙ্গে লিখতে হবে। কারণ গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা উন্নয়ন বৈষম্যে শিকার হয়েছি। পিছিয়ে পড়েছিল বগুড়া। এজন্য এখন সময় এসেছে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে তা পত্রিকার পাতায় তুলে ধরার।
তিনি বলেন, ভৌগলিক অবস্থার কারণে বগুড়া অন্তত গুরুত্বপূর্ন জেলা। বগুড়া এখন শিক্ষানগরী, কিন্তু আমাদের কোনো পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। বগুড়ায় আমরা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চাই। বিভাগ চাই, সিটি চাই। বিমানবন্দর চাই, রেল লাইন চাই। এই কথাগুলো আমাদের তুলে ধরতে হবে। এগুলো এখন বিলাসিতা নয়, প্রয়োজন।
রেজাউল করিম বাদশা আরও বলেন, আমাদের একটি মেডিকেল কলেজ আছে সেখানে রোগীর রাখার জায়গা নেই। যদি রোগীর ধারন ক্ষমতা এক হাজার হয় সেখানে ৫ হাজার ভর্তি হয়ে আছে। এসব সম্পর্কে আপনারা হাত খুলে লিখুন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেনবগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, প্রেসক্লাবের সহসভাপতি রাহাত রিটু, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈম।
দৈনিক কালবেলা’র বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে ও সাংবাদিক কবি এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এখন টিভির বগুড়া ব্যুরো ইনচার্জ মাজেদুর রহমান, প্রতিদিনের বাংলাদেশের বগুড়া প্রতিনিধি অরুপ রতন শীল, যায়যায়দিনের বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, দৈনিক কালবেলা শাজাহানপুর প্রতিনিধি নজরুল ইসলাম মিলন, সাংবাদিক শাজাহান আলী প্রমুখ।
অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মি এবং কালবেলা’র বগুড়ার সকল উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।