বগুড়ায় বার্মিজ ছুরিসহ এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) গভীর রাতে স্টেশন রোডের ওয়াবদা এলাকা থেকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৬)। তিনি বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই-পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১৬ সালে তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আজাহার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
