অক্টোবর ১, ২০২৫ ১২:২১ এএম

বগুড়ায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জয়পুরপাড়ায় গণিত ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Oplus_16908288
Oplus_16908288

বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী গণিত ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রাজিয়া সুলতানা বেবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিষবাতান এসএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসার মো. আবদুল আলিম এবং ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু।

এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির মাধ্যমিক বিদ্যালয়ের কোয়ালিটি ফেসিলিটেটর মো. জিয়াউর রহমান, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাজমুল হাসান, প্রধান শিক্ষক মো. মিনহাজুল ইসলাম ও সহকারী শিক্ষকবৃন্দ।

মেলায় অংশ নেয় তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ–১০ম শ্রেণি) প্রথম হয় ১০ম শ্রেণির তাহমীম আক্তার তিশা ও ফারজিয়া আক্তার (অটো ওয়াটার ডিসপেনসার)। দ্বিতীয় হয় ৭ম শ্রেণির বিমা আক্তার (বীজগণিতের ফরমূলা) এবং তৃতীয় হয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. সাদিক ও মো. জুনাইদ আহমেদ (হাট ওয়ার্ক)।

প্রাথমিক পর্যায়ে (৩য়–৫ম শ্রেণি) প্রথম স্থান অর্জন করে ৪র্থ শ্রেণির মোছা. কামরুন্নাহার কাইফা (ভূমিকম্প এলার্ম) ও মোছা. নুসরাত আক্রার (হাইড্রোলিক চাপ মেশিন)। দ্বিতীয় হয় রাইয়েনা আক্তার (সোলার প্যানেল দিয়ে খামার পরিচালনা) ও মোছা. রাইসা তাহমীম রিভা (আলু দিয়ে বিদ্যুৎ উৎপাদন)। তৃতীয় স্থান অর্জন করে মোছা. রাইসা (জ্যামিতিক আকৃতি) ও রবিউল সানি নীল (সোলার প্যানেল দিয়ে জাহাজ তৈরি)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণিত ও বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করবে।

মেলা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print