বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাক ডাকাতির চেষ্টাকালে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত মাহবুব খানকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মাহবুব খান (৩৫) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকসা গ্রামের মৃত চাঁনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার নামে পূর্বে ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম ও চুরি-ছিনতাইসহ মোট ২৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
জানাযায়, রংপুরের মিঠাপুকুর থেকে দুটি ট্রাক মুরগির খাদ্য বোঝাই করে ফরিদপুরের টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি ট্রাকের চাকা সমস্যা হলে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে থামানো হয়। ঠিক তখনই মোটরসাইকেলযোগে তিনজন ডাকাত এসে ট্রাক ড্রাইভার ফরহাদ মিয়া ও তার সহযোগীদের ঘিরে ধরে।
ডাকাত দলের নেতা মাহবুব ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়ে চালানভুক্ত ভাড়ার টাকা ছিনিয়ে নেয়। অন্য ট্রাক থেকেও টাকা লুট করে তারা মোট ৯০ হাজার টাকা নিয়ে যায়।
চালকদের চিৎকারে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ডাকাত পালিয়ে যায়। তবে মাহবুব ধানক্ষেতে অস্ত্র হাতে পালাতে গেলে পুলিশ কনস্টেবল শাহরিয়ার সাহসিকতার সঙ্গে ধাওয়া করে তাকে অস্ত্রসহ হাতে-নাতে আটক করেন।
এদিকে ঘটনার পর ট্রাক চালক বাদী হয়ে শাজাহানপুর থানায় ডাকাতি মামলা ও এসআই আবু জাররা বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,মাহবুব দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছে। তার বিরুদ্ধে এর আগে ২৩টি মামলা চলমান রয়েছে। এবার ডাকাতি ও অস্ত্র আইনে দুটি নতুন মামলা রুজু হয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।