আগস্ট ১৬, ২০২৫ ১০:০৪ পিএম

বগুড়ায় ‘মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমাদের করণীয়’ মতবিনিময় সভা

বগুড়ায় ‘মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) সকালে শহরের শহিদ টিটু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলার সব মাদ্রাসা প্রধানদের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শামসুল আলম।

মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর অলি উল্লাহ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা নুরুল হকসহ বিভিন্ন মাদ্রাসার প্রধানরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা করে দীর্ঘ কয়েক দশক ধরে দেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়েছে। বিজ্ঞান শিক্ষা ও আবাসিকতায় সাধারণ শিক্ষা ব্যবস্থা দেশে যতটা এগিয়েছে, বিগত সময়ে কুটকৌশল করে মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান শিক্ষায় ততটাই পিছিয়ে দেয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিবেশে বৈষম্য দূর করে এখন সরকারকে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের দিকে জোর দেয়ার দাবিও জানান বক্তারা।

দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এইসভা থেকে বগুড়ায় দেশের দ্বিতীয় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিও জানান মাদ্রাসার শিক্ষকরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print