ডিসেম্বর ১, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. বিজয় (১৫) নামের এক স্কুলছাত্রের নিহত হয়েছেন। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টায় শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয়ের বগুড়া সদর উপজেলার কামারগাড়ী এলাকার রেজাউলের ছেলে। সে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print