সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:০৩ পিএম

বগুড়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দ্বিতীয় মহাসড়কের কালিবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম শাখারিয়া ইউনিয়নের উলিপুর দক্ষিণপাড়া এলাকার সৌদিপ্রবাসী মান্নান প্রামাণিকের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে দুজন আরোহী দ্রুত গতিতে মানিকচক থেকে মাটিডালির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম। দুর্ঘটনায় সিয়ামের বন্ধু সিহাব, অটোরিকশার চালকসহ আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উলিপুর এলাকার বাসিন্দা সোহেল বলেন, সিয়ামের বাবা সৌদিপ্রবাসী। সম্প্রতি দেশে ছুটিতে আসেন তিনি। সিয়াম নতুন মোটরসাইকেল দাবি করলে প্রথমে রাজি হননি বাবা। এতে অভিমান করে সিয়াম প্রায় ১৫-২০ দিন বাড়ি থেকে বাইরে ছিল। পরে কিছুদিন আগে তার বাবা তাকে নতুন মোটরসাইকেল কিনে দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাটি জেনেছে। নিহতের মরদেহ পরিবার দাফন করতে পারে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print