সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৪৭ পিএম

বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার; গ্রেপ্তার ২

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার শহরের চিহ্নিত মাদকের আখড়ায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আড়াই ঘন্টার তল্লাশিতে বিপুল পরিমাণ মদ, গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক কারবারির সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে চকসূত্রাপুর হরিজন কলোনী পর্যন্ত মাদক কারবারিদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সুযোগ বুঝে সটকে গেছে বেশ কয়েকজন কারবারি।

একটানা তল্লাশি চালিয়ে মাদকের আখড়া থেকে উদ্ধার হয় ১৬৬ বোতল কেরু, ৩০ বোতল দেশীয় মদ, ৪৫ কেজি গাঁজা, ৯টি ওজন মাপার যন্ত্র এবং নগদ ৩০ হাজার টাকা।

এ তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ।

গ্রেপ্তার দুইজন হলেন- হরিজন কলোনী মহল্লার বিল্টু হরিজনের পুত্র শ্রী হরিজন এবং একই এলাকার বাদল বাসফোরের পুত্র শান্ত বাসফোর (২৫)। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাপ্টেন জানে আলম সাদিফ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি ইকবাল বাহার, সদর থানার ওসি (ইনভেস্টিগেশন) মাহফুজ আলম, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামসহ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে মাদক বিরোধী যৌথ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print