অক্টোবর ১, ২০২৫ ১২:১০ পিএম

ভেন্যু বহালের জন্য বিসিবির কাছে ডিসির চিঠি

বগুড়ায় শহিদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়ামের ভেন্যু বহালের দাবিতে মানববন্ধন

বিসিবি'র সিদ্ধান্তে বগুড়ায় সচেতন নাগরিকের প্রতি ক্ষোভ প্রকাশ ও মানবন্ধন। ছবি: এনসিএন
বিসিবি'র সিদ্ধান্তে বগুড়ায় সচেতন নাগরিকের প্রতি ক্ষোভ প্রকাশ ও মানবন্ধন। ছবি: এনসিএন

বিসিবি বগুড়ায় শহিদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়ামের ভেন্যু বাতিল করাকে ঘিরে আকাশে অসন্তোসের কালো মেঘ জমেছে। সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। জেলা সর্বত্র এখন একই আলোচনা। কে, কেন বগুড়া শহিদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়ামের ভেন্যু বাতিলে ষড়যন্ত্র করছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় এ,আর, সি স্পোটিং ক্লাব ও সচেতন বগুড়াবাসীর ব্যানারে বগুড়ায় শহিদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে হস্তান্তর ও ভেন্যু বাতিলের দাবিতে ষ্টেডিয়ামের বাইরে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, যে ক্রিকেট গ্রাউন্ডের পিচের প্রশংসা করেছে ওয়েষ্ট ওয়েষ্টেইন্ডিজের খেলোয়াড় ক্লাইব লয়েড, পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলংকার জয়বর্ধনে, মুরলীধরনসহ দেশের সকল ক্রিকেট অধিনায়ক। আজ বিসিবি‘র এক আদেশে ক্রিকেট অনুশীলনের নেট খুলে নিয়ে গেছে। মানববন্ধনকারীরা এই ক্রিকেট ভেন্যু পুনরায় ফিরিয়ে দেয়ার দাবী জানায়।

সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প পরিদর্শনে এসে নিজাম উদ্দিন, কাজী এনাম আহম্মেদসহ বিসিবি’র কর্মকর্তারা বগুড়া এসে এই মাঠের ভূয়সী প্রশংসা করে গেছেন। তখন সাংবাদিকদের সাথে তারা এক সাক্ষাৎকারে বলেছিলেন এই মাঠে তারা বিপিএল সহ অন্যন্য খেলা হওয়ার আশ্বাস দেন। আর এখন ক্ষোভের আগুনে জলছে বগুড়াবাসীর মনে।

এ বাপারে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম জানান, এটা সভাপতি হিসাবে আমাকে জানানো হয়নি। আমি বিসিবি’র চেয়ারম্যান ও ক্রীড়া মন্ত্রীর সাথে টেলিফেনে কথা বলেছি। তারা জেলা প্রশাসককে জানিয়েছেন, এটা তো ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে হয়েছে। আবার বোর্ড মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এই ঘটনার জন্য যদি জেলা ক্রীড়া সংস্থা সত্যি দায়ি হয়ে থাকেন তবে সভাপতি হিসাবে আমি (জেলা প্রশাসক) সে দায়ভার নেব। তাও ভেন্যু ফিরে পাক।

তিনি আরো জানান, জেলা প্রশাসক বিসিবির কাছে আগামী রোববারে চিঠি দেয়া হবে। সকল দায়ভার নেয়া সংস্থার সভাপতি হিসাবে নিয়ে হলেও ভেন্যু ফিরে পেতে চাই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print