বগুড়া সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে কমিটিতে দুইজন যুগ্ম আহবায়ক ও দুইজনকে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির সদ্য পদ পাওয়া নেতাদের জনসম্পৃক্ত কর্মকান্ডসহ নানা দিকনির্দেশনা দিয়েছে জেলা শাখা।
সদর উপজেলার আহবায়ক কমিটির নবনিযুক্ত যুগ্ম আহবায়ক শেখ মো. রাসেল শহরের পালশা এলাকার বাসিন্দা, আরেক যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন শহরের চকসুত্রাপুর এলাকার বাসিন্দা। এছাড়া দুইজন সদস্যরা হলেন- বেলাইল এলাকার মাসুদুর রহমান মাসুম এবং বাদুড়তলার তুষার শেখ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবনিযুক্ত চারজনকে আনুষ্ঠানিক ভাবে ঠিঠি দেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা।
তিনি সদর শাখার নবনিযুক্ত নেতাদের আগামী নির্বাচনে বিএনপি-ধানের শীষের গণজোয়ার বাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গ্রামীণ জনপদে ব্যাপক প্রচারণার নির্দেশনা দেন।
এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সদস্য সচিব রেজাউল সরকার রেজা।
জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তর) নিরেশ চন্দ্র ভৌমিক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, জেলা শাখার সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল সিনিয়র নেতৃবৃন্দ যাচাই-বাচাই শেষে সদর উপজেলা শাখার আহবায়ক কমিটিতে দুইজন যুগ্ম আহবায়ক ও দুইজনকে সদস্য নিযুক্ত করা হয়।