সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। সাংবাদিক ইউনিয়ন বগুড়া এই কর্মসূচির আয়োজন করে।
সাংবাদিক হত্যার দাবিতে সকালে বগুড়া প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদসহ সাংবাদিক নেতারা।
তারা বলেন, সাংবাদিক হত্যার মতো ঘটনাগুলোকে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। তুহিন হত্যার ঘটনয় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশে সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিয়ে সংখ্যা থেকে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর ঘোষণাও দেন সাংবাদিক নেতারা।