ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ

বগুড়ায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল গ্রেপ্তার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকালে সাড়ে সাতটার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়া নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পরিবহন নেতা আমিনুল পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকও তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯টিসহ ২১টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলা। এসব মামলা আদালতে বিচারাধীন।

তিনি আরও বলেন, “আমিনুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print