ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

ওষুধ ও শিক্ষা উপকরণ বিতরণ :

বগুড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার গ্রামীণ জনপদে মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কোন ধরনের ভোগান্তি ছাড়াই চিকিৎসা পাচ্ছেন শতশত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা। ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, নাক কান গলা, চর্মরোগ, চক্ষু ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন। বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমসহ চক্ষু রোগীদের ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হচ্ছে। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। 

গতকাল বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলার সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় ১৮২৭ জন জনসাধারণ বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন। এছাড়া ১৩ জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়েছে। উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করে সেনাবাহিনী।

ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ জানান, সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বগুড়া অঞ্চল কর্তৃক জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের লক্ষ্যে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা চলমান রাখার প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

এরআগে ৩ জুন বগুড়া সদর উপজেলার চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে সেনাবাহিনী। সেখানে ১৪৫৯ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন। চক্ষু রোগীদের মধ্যে ৭ জনকে ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়। গত ২৩ মে বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে স্থানীয় এক হাজার ১০ জনকে সেবা দেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ১৭ জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করে সেনাবাহিনী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print