মার্চ ২৯, ২০২৪ ১২:০৮ এএম

বগুড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে যুবকদের সাথে মতবিনিময় সভা

বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শনিবার বেলা ১২টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে যুবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-সচিব মো: জহিরুল ইসলাম।  

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তারুন্যের শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলছে। স্মার্ট বাংলাদেশ নির্মানে বড় শক্তি যুব সমাজ। শিক্ষিত হয়ে বসে না থেকে যুবকরা নিজে উদ্যোক্তা হয়ে আরও উদ্যোক্তা সৃষ্টি করে অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: তোছাদ্দেক হোসেন।

মতবিনিময় সভায় উদ্যোক্তারা বলেন, তাদের অনুপ্রেরনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এক এক জন যুবক ও যুবতীকে উদ্যোক্তা হয়ে বেকারদের চাকরী দিতে যে আহ্বান জানান, সেই অনুপ্রেরনায় বগুড়া যুব সমাজ নিজে উদ্যোক্তা হয়ে আজ অনেক বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)  মো: আ: হমিদ খান। 

পরে  উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print