বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন ও মোকাররম ফাউন্ডেশন বগুড়ার ব্যবস্থাপনায় এই কার্যক্রম চলছে।
বুধবার হাসপাতাল চত্বরে ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে মোহাম্মাদ আলী হাসপাতালের প্রশাসনিক বিভাগের চিকিৎসকরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়ার সভাপতি আরমান হোসেন ডলার।
উপস্থিত ছিলেন ডা. রাশেদুল ইসলাম রনি, ডা. সাইফুর রহমান শাহিন, প্যাথলজি বিভাগের ইনচার্জ মো. রবিউল ইসলাম, জাহেদুল ইসলাম, সুলতান মাহমুদ, হাসান তারেক তরু, মানবাধিকার সংগঠনের সহ সভাপতি জাহাঙ্গীর সরকার মানিক, আরমান শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সম্পাদক এএসএম রায়হান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলু সাকিদার প্রমুখ।