বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজন ও দলীয় নেতাকর্মীরা।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু তার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসেন। এখবর পেয়ে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ‘জুলাই বিপ্লব’ মামলার এজাহারভুক্ত আসামী রাজুকে গ্রেপ্তার করে। তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার সময়, হঠাৎ করে এলাকার উত্তেজিত স্বজন ও নেতাকর্মীরা পুলিশের পথ আটকে রাজুকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান ‘এনসিএন’ কে বলেন, “রাত ৮টার দিকে পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হয়নি। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য বিরাজ করছে।