বগুড়া শহরে গোয়েন্দা পুলিশের অভিযানে একহাজার ১শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহরের সূত্রাপুর গেহাইল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
শীর্ষ মাদক কারবারি সাদিক হাসান (২০) শাজাহানপুর উপজেলার চক কানপাড়ার আব্দুস সালাম সেলিমের ছেলে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।
তিনি জানান, মাদক কারবারি সাদিক দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করছিল। সে গত সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের সূত্রাপুর গোহাইল রোডস্থ একটি কুরিয়ার সার্ভিসের সামনে ইয়াবা নিয়ে অবস্থান করে। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়। মাদক কারবারিকে আটকের পর তল্লাশি করে ১১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শহরের পাশাপাশি জেলার ১২টি উপজেলায় মাদকের আগ্রাসন দমাতে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর এবং কড়া নজরদারি করছে। মাদক কারবারি যেই হোক, আইনের আওতায় আনা হবে।
তিনি আরো জানান, সাদিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ডিবি।
