মে ১২, ২০২৪ ১২:৪২ এএম

বগুড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫শ‘ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা

বগুড়ায় মাঠে মাঠে এখন চলছে আমন রোপন ও পরিচর্যার কর্মব্যস্ততা। এবার আমন মৌসুমে অনাবৃষ্টি সত্বেও লক্ষ্যমাত্রা অর্জন হবে- এমন আশাবাদ ব্যক্ত করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবুর রহমান।

বগুড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫শ‘ হেক্টর জমিতে আমন চাষের বিপরীতে ৫ লাখ ৯৯ হাজার ১৬৪ মেট্রিক টন চাল উৎপাদন হবে- এমন আশা কৃষি কর্মকর্তাদের।

কৃষি কর্মকর্তারা জানান আষাঢ় ও শ্রাবণ মাসে অনাবৃষ্টিতে কৃষকদের সেচ দিয়ে আমন রোপনের পরামর্শ দেয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল বৃষ্টির আশায় আমন রোপনে বিলম্ব হলে ফলনে বিপর্যয় হবে। কৃষি বিভাগের পরামর্শ তারা শুনে সেচ দিয়ে আমন রোপন শুরু করেন।

কৃষি বিভাগ কৃষকদের আরো বোঝাতে সক্ষম হয় যে সেচে একটু খরচ হলেও তারা এবার আমনে ভাল দাম পাবে। ইতোমধ্যে বগুড়া জেলায় ১ লাখ ৭০ হেক্টর জমিতে আমন রোপন হয়েছে। অবশিষ্ট প্রায় ১৩হাজার হেক্টর জমিতে আর মাত্র ৭/৮ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবার আশা করছে কৃষি কর্মকর্তারা।

এরই মধ্যে শ্রাবণের শেষে কাঙ্খিত বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। বর্ষা মৌসুমের শেষে কাঙ্খিত বৃষ্টি পেয়ে কৃষক ঘুরে দাঁড়িয়েছে। এখন ক্ষেতে ক্ষেতে আমন রোপনে কর্মব্যস্ততা বেড়েছে কৃষকের।

গত বছরের চেয়ে এবার অতিরিক্ত ১ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। গত বছর আমন চাষ হয়েছিল ১ লাখ ৮২ হাজার ৯শ‘ হেক্টর জমিতে। ফলন পাওয়া গিয়েছিল ৫ লাখ ৫১ হাজার ২৮৫ মেট্রিক টন (চাল আকারে)।

এবার গত বছরের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কৃষি কর্মকর্তারা। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬ লাখ মেট্রিক টন।

এনসিএন/এসকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print