সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:২৯ এএম

বগুড়ায় ৭ দফা দাবি বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমাবেশ

Oplus_16908288
Oplus_16908288

সোমবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, শহীদ জিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। তার ছেলে তারেক রহমান-এর প্রদত্ত ৩১ দফা কারিগরি শিক্ষার বিকাশ বিষয়ে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। এদেশের ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। বিগত ১৫ বছর দেশ শাসন করে দেশটাকে তাসের রাজত্ব তৈরি করেছিল। তারা কখনও এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিষয়ে ভাবেনি। তাই বলতে চাই আপনাদের দাবিগুলো যৌক্তিক। তাই আগামীতে বিএনপি সরকার গঠন করলে অবশ্যই এই দাবিগুলো পূরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করবে।

সমাবেশে  সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ নাফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কেনিকের আহবায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, বীট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির উপাধ্যক্ষ জামিউল ইসলাম, আইডিইবি জেনিক বগুড়ার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আছাদুল হক, আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী পারভেজ মোশাররফ, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী তুহিনুজ্জামান তুহিন।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন  আইডিইবি জেনিক বগুড়ার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফজর আলী লিটন। আইডিইবি জেনিক বগুড়ার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমানের সঞ্চালনায় ও সংগ্রাম পরিষদ বগুড়ার সদস্য সচিব প্রকৌশলী মোস্তফা আহসান হাবীবের আমন্ত্রণে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদের কারিগরি ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিব, শিক্ষার্থী সাগর ইসলাম সজিব, তাসলিমা, মনির হোসেন।

সমাবেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি সমুহ দ্রæত বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার বলে জানান বক্তারা। তাদের উপস্থাপন করা ৭ দফা দাবি সমুহ হলো, ১. প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা। ২. একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ করা। ৩. উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা। ৪. আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১:৫:২৫ নির্ধারণ করা। ৫. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তরসহ আধুনিকায়ন করা। ৬. সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি; পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ; অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমান ঘোষণা করা। ৭. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print