বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুনের ভাগ্নে আহসান হাবিব নাফি সাভার এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের লালখাপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহসভাপতি তানভীর ইসলাম শোভন, সহসভাপতি আলমাস আলী হৃদয়, নাইমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম দুর্জয়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াদ বিন রশিদ, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান, দপ্তর সম্পাদক রাফিউল ফাহিম, প্রচার সম্পাদক ফেরদৌস কামাল। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমার নিদের্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাভারে এনাম মেডিকেল কলেজ ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার ২২ বছর পর এবারই প্রথম ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে।
