আগস্ট ১৬, ২০২৫ ১০:০৩ পিএম

বগুড়ার গাবতলীতে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

Oplus_16777216
Oplus_16777216

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকালে গাবতলী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এই শোভাযাত্রার উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী চঞ্চল কুমার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী ফিরোজ ও সুরাইয়া জেরিন রনি, নেপালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, পৌরসভার সাবেক কমিশনার হারুনর রশীদ হারুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অলক কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রঞ্জিত কুমারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।

শোভাযাত্রাটি উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূজা মণ্ডপে গিয়ে শেষ হয়। আনন্দঘন এ আয়োজনে ধর্মীয় সংগীত, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print