নবজাগরণ ফাউন্ডেশন বগুড়া শহরের জলেশ্বরীতলায় স্থাপন করলো মানবতার দেয়াল, যেখানে যে কেউ তার অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য জিনিস রেখে যেতে পারবেন এবং যাদের প্রয়োজন তারা বিনা মূল্যে তা নিতে পারবেন। মূল বার্তা আপনার অপ্রয়োজনীয়তা হোক অন্যের প্রয়োজনীয়তা।
ইতিহাস, শিল্প ও মানবতা—কোনো কিছুই উপেক্ষিত নয়। মানবিকতা বেঁচে থাকলেই সম্ভব পরিবর্তন।”
এই দেয়ালটি একসময় বহন করত গণঅভ্যুত্থান ২৪শে আন্দোলনের ঐতিহাসিক গ্রাফিতি, যা সময়ের সঙ্গে নষ্ট হয়ে যায় পোস্টার লাগানোর কারণে। শিক্ষার্থীদের প্রতিবাদও উপেক্ষিত হয়। আজ সেটি মানবতার দেয়াল নামে পরিচয় পেল।
বগুড়া শহর ছাত্রদলের সহ-সভাপতি অহনিস তরফদার এর উদ্যোগে নবজাগরণ ফাউন্ডেশন কর্তৃক শহরের জেলখানার মোড়ে মানবতার দেওয়াল স্থাপন করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উনিশ, সানভীর, সিমি শম্পা, মুতাসিম ও সংস্কার তাহমিদ প্রমুখ।