বগুড়া সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের ৬নং ওয়ার্ডের বৌ বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, ৬নং ওয়ার্ড সভাপতি হানজালা রহমান, সেক্রেটারি দেলোয়ার হোসেন, ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, মাওলানা তৌহিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।
গণসংযোগ শেষে বৌ বাজারে এক পথসভায় অধ্যক্ষ সোহেল বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং বর্তমান সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ আমাদের ৫ দফা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি স্বীকৃতি না দিলে দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। তাই অবিলম্বে এ সনদকে আইনিভাবে স্বীকৃতি দিতে হবে।”
এর আগে সকালে শহর জামায়াতের উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনার কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সোহেল। শহর অফিসে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা হেদায়তুল ইসলাম, অ্যাডভোকেট শাহীন মিয়া, সেলিম রেজা প্রমুখ।
সভায় নির্বাচনী এলাকার ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্র কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।