মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ও শেরপুর উপজেলা শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আসিক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের শেরপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম প্রধান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শাখা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন শেরপুর সরকারি মডেল ডিজে হাই স্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, শেরপুর প্রেসক্লাবের দপ্তার সম্পাদক সাংবাদিক আব্দুল ওয়াদুদসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী।