আগস্ট ৯, ২০২৫ ৬:৪৩ পিএম

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আ.লীগ কর্মী লাবু গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ কর্মী রাকিবুল আমিন লাবু’কে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর স্কুল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি এলাকার রুহুল আমিন ফটক তরফদার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়। অভিযোগ রয়েছে, ওইদিন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেন। এসময় ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে।

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিএনপির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৪১ জনকে আসামি করা হয়। এ ছাড়াও মামলায় উল্লেখ করা হয় অনেক অজ্ঞাতনামা ব্যক্তির নাম। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাকিবুল আমিন লাবু গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা বাকি আসামিদের গ্রেফাতারে অভিযান চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print