টাইফয়েড প্রতিরোধে এক মাস বগুড়া জেলার ১২টি উপজেলায় শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে।
বুধবার (৮ অক্টোবর) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন হলরুমে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১২ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে বগুড়া জেলার ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বয়সী ৯ লাখ ৪৮ হাজার ৯৭৬ জন শিশু এই টিকা পাবে।
তিনি বলেন, প্রতিটি দলে দুই জন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ক্যাম্পেইনের সময় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই তারা কীভাবে টাইফয়েড টিকা নিবে এমন বিষয়ে তিনি জানান, “অনলাইনে টাইফয়েড টিকা রেজিস্ট্রেশনের সময় শিশুর জন্ম নিবন্ধন নম্বর দিতে হয়। তবে অনেক শিশুর জন্ম নিবন্ধন নেই। তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না। এমন শিশুরা টিকাদান কেন্দ্র এবং স্কুলে গিয়ে সংশ্লিষ্টদের সহায়তায় টিকা নিতে পারবে।”
টাইফয়েডের টিকাদানের জন্য ১ অগাস্ট থেকে অনলাইনে (vaxepi.gov.bd/registration/tcv) নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ।