ডিসেম্বর ১, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

বগুড়ার সাবেক দুই পুলিশ সুপারের বিপিএম পদক প্রত্যাহার

২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা ১০৩ পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করে নিয়েছে সরকার। এদের মধ্যে বগুড়ার সাবেক দুই পুলিশ সুপার রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমদে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এ আদেশ জারি করা হয়েছে।

বিপিএম পদক বাতিল হওয়া বগুড়ার সাবেক দুই পুলিশ সুপার হলেন- অবসরপ্রাপ্ত ডিআইজি মোজাম্মেল হক এবং বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত ডিআইজি আলী আশরাফ ভূঞা।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print