ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ

বগুড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

ছবিঃ প্রতীকী ছবি
ছবিঃ প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ঠান্ডু মিয়া (৫২) নামে এক ব্যক্তি। 

মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় মারপিট করার কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়ার কোরবান আলীর বড় ছেলে নুরু মিয়া। পরিবারের সদস্য স্ত্রী-সন্তানের সাথে মাঝে মধ্যেই ঝগড়া মারামারি হয়। তেমনি গত মঙ্গলবার রাতে ঝগড়ার লাগে এবং এক পর্যায়ে মারামারি শুরু হলে নুরু মিয়ার ছোট ভাই ঠান্ঠু মিয়া তা থামাতে গেলে নুরু মিয়ার হাতে থাকা লাঠির আঘাতে ঘটনাস্থলেই ঠান্ডু মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই নুরু মিয়াও তার স্ত্রী-সন্তানসহ পলাতক। 

সংবাদ পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত ঠান্ডু মিয়া ও হত্যাকারী নুরু মিয়া একই গ্রামের কোরবান আলীর ছেলে।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোনারায় থেকে ঠান্ডু মিয়া নামের একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print