বগুড়ার শাজাহানপুর উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াই টার সময় শাজাহানপুর থানার রাত্রীকালীন দুইটি টিম একত্রে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ মোঃ মোকছেদুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মোকছেদুল ইসলাম উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামের মোঃ সামছুল সরকারের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় একটি মাদক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এনসিএন/বিআর
