বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী হলেন ডা. মকবুল হোসেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মান্নান আকন্দ।
আগামী মাসের ১৭ অক্টোবর সোমবার বগুড়া জেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন নির্ধারিত করে তফসিল ঘোষনার পরপরই দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলার কয়েকজন আওয়ামীলীগ নেতারা। তাদের তালিকায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান আকন্দ ও ছিলেন।
শনিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় কার্যালায় থেকে এ তথ্য জানানো হয়।
আব্দুল মান্নান আকন্দ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি শনিবার রাত পৌণে ৯ টায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিওতে প্রকাশ করেন।
এনসিএন/বিআর
