আগস্ট ১০, ২০২৫ ৪:১৭ পিএম

বগুড়া নিজ বাসা থেকে সদর উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে শহরের পুরান বগুড়া আজিজুল হক কলেজের পশ্চিম পাশে নিজ চারতলা ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোস্তাক আহমেদ ওরফে লিংকন (৫২)। তিনি বগুড়া সদর উপজেলার রামশহর গোকুল এলাকার মৃত মোখলেসুর রহমান মুকুলের ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, আসামি দীর্ঘদিন ধরে মামলায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print