আগস্ট ১, ২০২৫ ৬:৫৩ পিএম

বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ

শপথ গ্রহণ ও কেক কেটে বর্ণিল অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি”।

গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে এই সংগঠন।

শুক্রবার (১ আগস্ট) বেলা ৩টায় বগুড়া শহরের মফিজ পাগলা মোড় এলাকায় অবস্থিত রোসাচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ অভিষেক অনুষ্ঠান।

সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনির কণ্ঠে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অভিষেক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি রেজাউল হাসান রানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুর রশীদ সাইন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, ধনুট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, নর্থ ক্যপিটাল নিউজের চেয়ারম্যান ও প্রকাশক মতিয়ার রহমান, রাজা বাজার আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার, নিউজ ২৪ বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু, দেশ টিভির বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়, সময় টিভির বগুড়া প্রতিনিধি আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠিত করা সময়ের দাবি। এই ইউনিটির মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আলোচনায় উঠে আসে—দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতার মানদণ্ড রক্ষা এবং প্রতিটি গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই সংগঠনের মুখ্য অঙ্গীকার।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কাটার পর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু; এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু হয় ।

সংগঠনের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া ক্রিয়া রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক এইচ আলিম।

উক্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মাজেদুর রহমানকে সভাপতি, সিয়াম সাদিক-সহ সভাপতি, ফয়সাল হোসাইন সনি-সাধারণ সম্পাদক, আব্দুর রহমান ববিন সাংগঠনিক সম্পাদক, রাশেদ উল কাদির রুম্মান সহ সাধারণ সম্পাদক, আমিন ইসলাম প্রচার সম্পাদক, জাহিদ হাসান কোষাধক্ষ্য, আব্দুল মোমিন দপ্তর সম্পাদক, শাফায়াত সজল সাংস্কৃতিক সম্পাদক, ওয়াসিম রেজা ক্রীড়া সম্পাদক, খালেদ সিদ্দিকী প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, নিরব রায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়াও কার্যনির্বাহী সদস্য রয়েছে ৪ জন তারা হলো, রিয়াজ মাহমুদ, আল মামুন, বায়েজিদ হোসেন ও পিয়াস।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কাটার পর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু; এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু হয় ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print