মে ৫, ২০২৪ ৩:২২ এএম

বগুড়া রাতের আধারে কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ; দিশেহারা কৃষক

বগুড়ার শেরপুরে রাতের আধারে কৃষকের ধান কেটে নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক হবিবর রহমান (৪৩)। সে মির্জপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের জয়নাল শেখের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ভুক্তোভোগি কৃষক বিষয়টি নিশ্চিত করে। এর আগে বুধবার ভোররাতে সাগরপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কৃষক শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আড়ংশাইল গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে হুমায়ুন হিমু (৩৫) ও একই এলাকার মোজাম্মেল হোসেন মোজার ছেলে রুহুল আমিনের (৪৫) বিরুদ্ধে।

কৃষক হাবিবর রহমান ও অভিযোগ সুত্রে জানা যায়, আলিফ এগ্রো ফুড হতে কৃষক হবিবর রহমান সাগরপুর এলাকায় ৪১ শতাংশ জমি লিজ নিয়ে জমিতে ধান চাষ করে। ধানগুলো কাটার উপযুক্ত হয়েছে। গত বুধবার সকালে জমিতে গিয়ে কৃষক হবিবর রহমান দেখতে পান রাতের আধারে কে বা কাহারা ধানগুলো কেটে নিয়ে গেছে। পরে স্থানীয়রা জানান ভোর রাতে হুমায়ুন হিমু ও রুহুল আমিন ধান কেটে নিয়ে গেছে। পরে খোঁজ নিয়ে দেখেন হুমায়ুন হিমুর বাড়ির আঙ্গিনায় কেঁটে নিয়ে যাওয়া ধান। পরে তাদের বিরুদ্ধে বুধবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print