অক্টোবর ১, ২০২৫ ১২:৩০ এএম

এনাম মেডিকেল ছাত্রদলের সভাপতি হলেন বগুড়ার কৃতি সন্তান আহসান হাবীব নাফি

সাভারে এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলেন এ, কে, এম আহসান হাবীব নাফি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ, কে, এম আহসান হাবীব নাফি একাধারে মানবাধিকার কর্মী, কলাম লেখক, পলিটিক্যাল এনালিস্ট ও মেধাবী একজন মেডিকেল শিক্ষার্থী।

তার জন্ম বগুড়ার গাবতলী উপজেলায়। বগুড়ার এই কৃতি সন্তান পড়াশুনার পাশাপাশি  রাজনীতি, মানবাধিকার ও সমসাময়িক নানা বিষয়ে লেখালিখি করেন। যা স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়। সামাজিক নানা কর্মকাণ্ডেও জড়িত আছেন। গণঅভ্যুত্থান পূর্ব ও পরবর্তী সময়ে সমান তালে জাতীয়তাবাদ রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সোচ্চার ছিলেন। বর্তমান প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদ আদর্শ প্রচার প্রসারে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

এ, কে, এম আহসান হাবীব নাফি পারিবারিকভাবেও রাজনীতির সঙ্গে যুক্ত। তার মামা বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান ধুনট উপজেলা পরিষদ এ, কে, এম তৌহিদুল আলম মামুন।

কমিটিতে আরো রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি তানভীর ইসলাম শোভন, সহ-সভাপতি আলমাস আলী হৃদয়, নাইমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম দুর্জয়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াদ বিন রশিদ, সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান, দপ্তর সম্পাদক রাফিউল ফাহিম, প্রচার সম্পাদক ফেরদৌস কামাল। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমার নিদের্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাভারে ২০০৩ সালে এনাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথমবার কমিটি গঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print